Friday, October 26, 2018

#সিরিজ____গোয়েন্দা_আত্মা 
#অচেনা_লাশ
#আল_মামুন
#রহস্য_গল্প 

#গল্পের_রিভিউ 🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️

কয়েক সেকেন্ড আগে চারিদিকে ফজরের আজান দেওয়া শুরু হয়েছে,
পৃথিবী প্রায় ঘুমে আচ্ছন্ন, হাতে গোনা কয়েকজনের গলার স্বর শুনা যাচ্ছে l নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে  বাড়ি থেকে বের হতে কেবল মাত্র শুরু করেছে গুটি কয়েকজন মানুষ l

"" কে কোথায় আছো ছুটে আসো ""

নিশ্চুপ রাত হঠাৎ জেগে উঠে, সবাই ছুটে আসে কন্ঠস্বর অনুসরন করে l

অলস সকাল ব্যস্তপূর্ন হয়ে পড়ে l

লক্ষ মানুষের ভিড় জমেছে মল্লিকা বাঁধে l
সবার সামনে একটি মুন্ডুহীন লাশ, এটা দেখতে লক্ষ মানুষের সমাগম l

ইন্সপেক্টর হারিস ও তার টিম লাশ নিয়ে গবেষণা শুরু করেছে l
 সবার প্রশ্ন, কে এটা, লাশটি কার. কে মারলো একে, ইন্সপেক্টর হারিস ও বুঝতে পারছে না কি বলবে l

লাশ মর্গে প্রেরণ করা হয়েছে,
ইন্সপেক্টর হারিস তার টিমের সাথে আলোচনা করছে কি করে লাশের পরিচয় বের করা যায়, কিন্তু সবাই ব্যার্থ হল সঠিক পরামর্শ দিতে l

ইন্সপেক্টর হারিস  অনেক চিন্তিত, কি করে লাশের পরিচয় বের করতে পারবে সে,
নিজেকে প্রশ্ন করে অনেক কঠিন কাজ এটা, তবে কি
জর্জ কার্লোস কে ঘটনা বলবে, সাহায্য নিবে তার কাছে l
ইন্সপেক্টর হারিস নিজের চোখ বন্ধ করে জর্জ কার্লোস কে স্মরণ করে,

অনুসন্ধানের গন্ধ পেয়ে,, গোয়েন্দা "জর্জ কার্লোস" ও তার সহকারী "নিতেন রিভার" ইন্সপেক্টর হারিসের কাছে উপস্থিত হয় l

ইন্সপেক্টর হারিস , জর্জ কার্লোস কে পুরো ঘটনা খুলে বলে,

জর্জ কার্লোস তার সহকারীর দিকে তাকিয়ে বলে ওঠে,
চল গোয়েন্দা গিরি শুরু করা যাক !

প্রিয় পাঠক "জর্জ কার্লোস" ও তার সহকারী "নিতেন রিভার" কি করে মুন্ডুহীন লাশের পরিচয় বের করবে, এটা জানতে হলে নিশ্চয় #গোয়েন্দা_সিরিজের প্রথম গল্প
#অচেনা_লাশ পড়ুন l

প্রথম পর্ব খুব খুব তাড়াতাড়ি আসছে

ধন্যবাদ l

Wednesday, October 17, 2018

****#হাসপাতালে_একদিন ****
         #লেখা_আল_মামুন 

স্বজন হারা কান্না ধারা বইছে আনার্গল,
হু হু হায় হায়  শব্দ ভরা হাসপাতাল ভুবন l
কান্না কারো উচ্চ সুরে কারো নিম্ন সুরে,
কান্না মলিন লক্ষ রোগী হাসপাতালের ফ্লোরে l

মানুষ মানুষ গন্ধ পুরো , ভারী চারি পাশ
আসছে কেহ,যাচ্ছে কেহ, হচ্ছে কেহ লাশ l
লক্ষ রোগী লক্ষ রোগের নিচ্ছে সবাই সেবা,
নিজের লোকের খবর ছাড়া, নিচ্ছে খবর কেবা l

মাথার উপর লাল টুপুরে সাদা রঙের গাড়ি,
এলাম তাহাই হাসপাতালে,
ফিরছি তাহাই বাড়ি l

(***#শব্দহীন***)

কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না=-মাশরাফি

সবুজে ভরপুর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ l সুবহে সাদিক তথা ফজরের আজানের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ নিজেদের কর্মের উদ্দেশ্য...

www.mamunchotonbd.blogspot.com