Friday, August 17, 2018

কবিতা

**** #মা_য়া ****
                      #লেখা_আল_মামুন 


যে দিন তোকে আমার পেটে প্রথম করি অনুভব,
জীবন যেনো সার্থক হল, ফিরে পেলাম, জীবন কলরব।
গর্ভ মাঝে তোকে নিয়ে,দশ মাস দশ দিন করলাম শেষ,
জন্ম দিতে হাজার কষ্ট, তবে সুখেই ছিলাম বেশ l
বুকের উপর তোকে রেখে, মাটির বুকে নিজে শুয়ে,
শীত, বর্ষা, কিংবা গরম কালে পাল্টায়  নি কো কিছু,
পাল্টে দিলে অসুখ যদি নেই আবার তোর পিছু l

তোকে আমি খাবার খাইয়ে, নিজে থাকলাম অনাহারে,
হাজার স্বপ্ন দেখতাম তোকে, নিজের বক্ষ তরে নিয়ে l
হাজার কষ্ট, হাজার বেদনায় থাকতাম আমি চুপ,
জীবন আমার তোকে নিয়ে, তোর সুখে মোর সুখ l

সময় নামক টাইম স্রোতে তুই, আজকে অনেক কিছু,
পৃথিবী তোকে সঙ্গ দিতে নিচ্ছে যে তোর পিছু l
আজকে তুই যে অনেক বড়, দেশ জুড়ে তোর নাম,
হাজার নতুন আত্মীয় পেয়ে, দিচ্ছিস না মোর দাম l

ফুলে সাজানো তোর নতুন বাড়ি, কয়েকটি তোর দাসী,
দূর থেকে সব দেখি চেয়ে, আমি যে  বনবাসি l
মনে করে দেখতো বাবা,
জীবন, যৌবন, শক্তি পেলি, আমার ঝড়া ঘামে
তবে কেনো তোর সুখে সময়, গেলাম বৃদ্ধাশ্রমে l

(*** #আত্মা ***)

Thursday, August 2, 2018

একটু ভাবনার প্রকাশ


****অর্থহীন কবিতা *****
লেখা=- আল-মামুন
আমি ৭১ এর কান্না,কষ্ট, দেখিনি আর্তনাদ.,
আজকে দেখলাম. সহপাঠীর জন্য রক্ত ভেজা কাঁধ l
পুলিশ নামক পাওয়ার রোবট,অস্ত্র হাতে নিয়ে,
ছাত্রছাত্রীদের করছে আঘাত,মারছে নির্দ্বিধায়ে।
কি কারণে আন্দোলনের দিচ্ছে তারা ডাক,
কারণ জানতে ৫ দিন মতো পিছনে ফেরা যাক l
সেদিন ছিল ২৯ তারিখ দিনটি বৃহস্পতিবার,
স্কুল ছুটির ফিরবে বাড়ি,সবাই রাস্তার পাশে দাঁড় l
হঠাৎ করে জাবালে নূর বাসটি সেথায় এসে,
চলে গেলো বুঝার আগেই কয়েকজনকে পিষে l
স্বস্থানে,করিম,   দিয়া   নিস্তব্ধ হয়ে যায়,
কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয় l
সেই ঘটনার সুত্র ধরে, আন্দোলনের ডাক,
ইচ্ছে তাদের নিরাপদ হোক বাংলার রাস্তা-ঘাট l
চলতে গিয়ে মরবে কেনো, দেশের জনগণ,
সঠিক নিয়মে চলবে গাড়ি করো এটা পণ l
৯ দফার এক দাবী নিয়ে ছাত্রছাত্রী রাজপথে নামলো ভাই ,
সবার মুখে স্লোগান একটাই নিরাপদ সড়ক চাই l
নানা নেতার নানা ভাষায়, শান্ত করতে করছে চেষ্টা,
আগেও অনেক শান্ত বাণী আমরা শুনেছি l
এবার মোরা শুনবো না আর শপথ নিয়েছি,
ভয় করিনা পুলিশ, লাঠি, কামান, গোলা, বোমা,
রাজপথে নামলাম তবে আর পিছু ফিরবো না l
শুনবো না তো অর্থহীন সব শান্তবাণী আর,
এবার মোরা আদায় করবো ন্যায্য অধিকার l
(***শব্দহীন***)

Wednesday, August 1, 2018

কিছু কোমল মনের মানুষ হতে আহবান

পৃথিবীতে এমন কোনো পুলিশ  নেই যে তারা ছাত্র ছিলেন না ... তারাও নিজের সহপাঠীদের অনেক আপন মনে করতো.... নিজের সহপাঠী কে নিজের পরিবারের সদস্য মনে করতো ...নিজের ভালোবাসার মানুষ মনে করতো ......  আজ কিছু ছাত্রছাত্রী নিজের আপন মানুষের জন্য  আন্দোলন করছে  ...তবে কেনো তাদের উপরে আজ এতো অত্যাচার  করা হচ্ছে ......






কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না=-মাশরাফি

সবুজে ভরপুর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ l সুবহে সাদিক তথা ফজরের আজানের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ নিজেদের কর্মের উদ্দেশ্য...

www.mamunchotonbd.blogspot.com