Tuesday, November 27, 2018

কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না=-মাশরাফি


সবুজে ভরপুর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ l সুবহে সাদিক তথা ফজরের আজানের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ নিজেদের কর্মের উদ্দেশ্য এগিয়ে চলে আপন গতিতে l ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলে মিশে কাজ করে l কেউ মালিক কেউ বা শ্রমিক. কেউ চাকরিজীবী  কেউ কৃষক সবাই মিলেমিশে একসাথে বসবাস l এক কথায় আদর্শ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অন্যতম l

তবে এগুলো ছাড়িয়ে কিন্তু বাংলাদেশের আরেকটি পরিচয় রয়েছে l সেটি হল বিশ্বের ইতিহাসে ক্রিকেট পাগল জাতি হিসাবে সবচেয়ে কোনো জাতি এগিয়ে রয়েছে যদি প্রশ্ন করা হয় তবে বাংলাদেশের জনগণের নাম প্রথম সারিতে আসবে l

বাংলাদেশের জনগন সব সময় জাতি, বর্ণ, ধর্ম, রাজনৈতিক দল এগুলো ভুলে সবাই একসাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে সাপোর্ট করে যাচ্ছে অবিরাম l

বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সকল ক্রিকেটারকে সমানভাবে ভালোবাসলেও
মাশরাফিকে অন্যরকমভাবে সকলেই ভালোবাসে।
পুরো বাঙ্গালী জাতি মাশরাফি ভক্ত l

তবে বর্তমানে মাশরাফি ভক্ত  দুই ভাগে বিভক্ত হয়ে গেছে l এর কারন কি..?

মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্র l তিনি বর্তমানে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর রাজনীতিতে অন্তর্ভূক্তি নিয়ে সরগরম দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম।

একাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-2 আসনে মনোনয়ন পেয়ে এমপি পদে নির্বাচন করছেন মাশরাফি l
মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বর্তমানে দেশের মানুষ দুই পক্ষে বিভক্ত হয়ে গিয়েছে।নির্বাচনের পক্ষে এক দল অন্যদিকে বিপক্ষে এক দল। যে যার মতো যুক্তি তোলে ধরছে মাশরাফির নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে l

গতকাল সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে নিজের ফ্যান পেজে রাজনীতি আসা নিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি । সেখানে দেখা যার মাশরাফি কে নিয়ে যে যার মতো কথা বলেছে l মাশরাফির সেই পোস্টটিতে প্রায় ১০৮  হাজার লাইক , ৩৭ হাজার কমেন্ট ও ২০ হাজার শেয়ার হয়েছে।

নিচে মাশরাফি তার ফ্যানপেজে যা লিখেছিলেন এবং দেশের মানুষ কি রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তা হুবহুব তুলে ধরা হলো =-

২০০১, ক্রিকেটের আঙিনায় পথচলা শুরু। আজ ২০১৮। এই প্রায় দেড় যুগে ক্রিকেট যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি। কখনও আপোস করিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত আপোস করতেও চাই না। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা।

রাজনীতির তাড়না আমার ভেতরে ছিলই। কারণ, সবসময় বিশ্বাস করেছি, রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়। ক্রিকেট খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। নাহলে হয়তোবা ২০১১ সালেই হারিয়ে যেতাম। এই মাশরাফিই হয়তো এতদিনে থাকতো না। ২০১১ সালে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে এই সাত বছর চলতে সহায়তা করেছে। এবার আমার সামনে সুযোগ এসেছে আমার দেশের মানুষের জন্য কিছু করার। বিশ্বকাপের পরের সাড়ে চার বছর আমার জন্য কী অপেক্ষায় আছে, সেটাও জানি না। তাই আমি সময়কে মূল্যায়ন করেছি। সময়ের ডাক শুনেছি। কারণ আমি বিশ্বাস করি, সময়ের কাজ সময়েই করা উচিত।

বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার কথা জেনে, উপলব্ধি করেই বেড়ে উঠেছি। পড়াশোনা করে, অনেকের কাছে শুনে যতটুকু জেনেছি, সেসব থেকেই উনাকে হৃদয়ে ধারণ করেছি। অার মুক্তিযুদ্ধের চেতনা পারিবারিকভাবেই অামার অস্থি-মজ্জায়, মননে-মগজে।
এখন বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কাজ করছেন, তার সারথি হয়ে আমার এলাকার জন্য কিছু করতে চাই। এটা যদি করতে না পারি, তাহলে আমার কাছে মনে হবে, আমার এলাকার প্রতি আমি মোটেও সুবিচার করছি না। বঞ্চিত করছি। ক্রিকেট খেলতে খেলতে  সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু সামাজিক কাজ করেছি; আমার মনে হয়েছে, সেটুকুই যথেষ্ট নয়। আরও বড় পরিসরে করার সুযোগ খুঁজেছি সবসময় এবং রাজনীতি আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে।

কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না। যে যার আদর্শ নিয়ে সুন্দর জীবন-যাপন করবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধে সহনশীল ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করবে, সেটিই আমার চাওয়া।

অনেকেই প্রশ্ন তুলছেন, আমাদের মতো মানুষ কেন রাজনীতিতে আসবে! সত্যি বলতে, আমি জানি না, আমি কেমন মানুষ। ভালো মানুষ হিসেবে আমার যে পরিচিতি ছড়িয়েছে, সেটাও আমার ভেতর বারবার প্রশ্ন জাগিয়েছে, কেন আমি ভালো মানুষ? দুটি বল করে, আপনাদের কয়েকটি আনন্দের মূহুর্ত উপহার দিয়ে, দু'জনকে জড়িয়ে ধরেই যদি ভালো মানুষ হওয়া যায়, তাহলে স্রেফ এরকম ভালো মানুষ হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। সত্যিকার অর্থেই আমি কেমন মানুষ, আমার বিশ্বাস, সেটি বিচার করার সময় সামনে। যদি আমি নির্বাচনে জয়লাভ করতে পারি এবং আমার দল সরকার গঠন করে, তার পর আমার কর্মেই ফুটে উঠবে আমি কতটা ভালো মানুষ।

জানি, বলা যত সহজ, কাজ করে দেখানো তার চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জটা নিতে আমি পিছপা হইনি। চাইলেই আমি নিজের সহজাত পরিবেশের ভেতর থাকতে পারতাম। কিন্তু আমি স্বপ্ন দেখি, আমার এলাকার মানুষ সমৃদ্ধির পথে অারেক ধাপ এগিয়ে যাক। অালো ছড়িয়ে পড়ুক নড়াইলবাসীর উপর। অামি চাই সমৃদ্ধ নড়াইল। সেই পথে আমার যত কষ্টই হোক, অামি থাকবো অামার প্রিয় নড়াইলবাসীর পাশে।

মনোনয়নপত্র কেনার সপ্তাহখানেক আগে আমার মেয়েকে আমি ব্যাংককের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেই সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু আমি ভেবেছি, ওই মানুষটির কথা, যে আরও অনেক জটিল রোগে আক্রান্ত হয়েও প্রাপ্য চিকিৎসা পাচ্ছে না। আমি ভেবেছি সেই ছেলে-মেয়েদের কথা, যারা প্রতিভাবান হয়েও মফস্বল থেকে উচ্চশিক্ষার দুয়ার পর্যন্ত যেতে পারছে না। ভেবেছি খেটে খাওয়া সেই মানুষদের কথা, যারা দিন-রাত পরিশ্রম করেও প্রাপ্যটুকু অনেক সময় পাচ্ছে না।

আমি বিশ্বাস করি, বাংলাদেশের সব সচেতন, যোগ্য ও ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। অনেকেই হয়তো সাহস করে উঠতে পারেননা নানা কারণে, মানসিক সীমাবদ্ধতায়। আমার মনে হয়েছে, মানসিক বাধার সেই দেয়াল ভাঙা জরুরি। তাই ভেতরের তাগিদ পূরণের উদ্যোগটা আমিই নিলাম। ক্রিকেটের মাঠে দেড় যুগ ধরে তিলতিল করে গড়ে ওঠা মাশরাফির অবস্থান হয়তো আজ অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে রাজনীতির মাঠে নামার কারণে। কিন্তু আমি নিজে সত্যিকার অর্থেই রোমাঞ্চিত নতুন কিছুর সম্ভাবনায়। আমি আশা করি এমন কিছু করতে পারব, যা দেখে ভবিষ্যতে হাজারও মাশরাফি এগিয়ে আসবে ইনশাল্লাহ।

আমি আবারও বলছি, কোনো ব্যক্তি বা দলকে আঘাত করার ইচ্ছে আমার নেই। কেবল সময়ের দাবি মেটানোর চেষ্টা করছি মাত্র। আশা করি, আপনাদের ভালোবাসা আমাকে এই ইনিংসেও সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সমর্থন ও দোয়ায় সিক্ত হতে চাই।


বসের পোস্টের কমেন্ট গুলো যে রকম ছিল =--

(Merza ষ_Hashib)  নামে একজন বলেছে =-

একবনে ১০ টা শুয়োর আর একটা ৫ টা শিয়ালের বাচ্চা  ছিলো,,তো শিয়ালগুলো বড় হয়ে গেলে তাদের মধ্যে সবচেয়ে যে বুদ্ধিমান ছিলো তাকে শুয়োররা নিজেদের দলে নিতে চাইলো,,সেও যোগদান করলো,,কিন্তু ফলাফলস্বরূপ শুয়োরগুলো বুদ্ধিমান হলো না, উল্টো শিয়ালটা শুয়োরদের মতো আচরণ শুরু করলো...
মোরালঃযা বুঝাতে চেয়েছি, ওটাই😶

(যুবাইর মাহমুদ) নামে একজন বলেছে =-

ম্যাশ ভাই আপনি যেই বঙ্গবন্ধুর চেতনা লালন করে বড় হয়েছেন সেই বঙ্গবন্ধু বেঁচে থাকলে নিজেই আওয়ামীলীগ এর এই অপকর্ম দেখে  আওয়ামীলীগকে ৩ তালাক দিয়ে বিদায় দিতেন।😐

(Shaheb Alom) নামে একজন বলেছে =-

Welcome to politics. I congratulate you personally. But please step down from the cricket team . Don’t politicize our cricket ground. You are a man of integrity. You should keep our ground out of politics best wishes.

(MD. Hafizur Rahaman ) নামে একজন বলেছে =-

মাশরাফি বিন মতর্জা  আর আপনি জাতীয় দলেন জার্তিটা আর পড়বেন না,  বাংলাদেশ জাতীয় দলের জার্তিটা আবেগ ও ভালোবাসার জার্তি! এবং জার্তিটা নিরপেক্ষ,  এখন আর আপনি দলীয় লোক হয়ে গেছেন, এখন আর দয়া করে জাতীয় দলেন জার্তিটা আর পড়বেন না,!!  এখন আর আপনি ১৬ কোটি মানুষের নেতা না, আমরা আপনাকে ১৬ মানুষের নেতা বানিয়েছিলাম, ১৬ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গায় আপনি  ক্রিকেট দিয়ে আপনাকে হৃদয়ে স্থান দিয়েছিলাম, ,
আপনার নেতা হবার ইচ্ছা ঠিক ছোট কাল থেকে  আপনি ক্রিকেটার ইমরান খানের মতো একটি  দল গঠন করতে পারতেন, আমরা আপনাকে প্রয়োজনে প্রধানমুন্তী বানাতাম,
আপনি যে ১৬ মানুষের সাথে প্রর্তনা করেছেন?
আপনিই তো সারা বাংলাদেশের নেতা,  আপনার আবার নেতা হবার কি দরকার?
মানলাম আপনি নেতা হলেন, আপনার নড়াইল -০২ আসনে বেশি হলে ৪ লক্ষ মানুষ বসবাস করুক, তার মধ্যে ২ লক্ষ আপনাকে ভোট দিবে,আর বাকী ২ লক্ষ আপনাকে ঘৃণা করবে,,
আর যখন আপনি বল করতে আসবেন তখন, আর মানুষ বা ভারাভাষ্যকারে বলবে, এই নড়াইল -০২ আসনে নেতা বল করলেন এবং আউট!! আপনি যদি সংসদ সদস্য হন, তবে আপনি কি খেলাই বা প্রস্ততিতে বেশি সময় দিতে পারবেন?
ক্রিকেট দিয়ে দেশের প্রতিনিধত্ব করতে পারছেন, আর কি আপনার নেতা হওবার কি দরকার?

(সোহাগ হাসান) নামে একজন বলেছে =-

ম্যাশ একটা অনুপ্রেরণা!
দল টল বুঝিনা একজন সাকিবিয়ান হয়ে বলছি একজন বাংলাদেশ এর ক্রিকেট ফ্যান হয়ে বলছি অাপনি রবেন বুকের ভিতর চিরতরে ম্যাশ! ❤
লেজেন্ড ০২ ♥️

এই রকম ভাবে হাজার হাজার মানুষ নিজেদের অভিমত প্রকাশ করছেন মাশরাফির পোস্টে l
দেখা যাক এর শেষ কোথায়..?

Friday, October 26, 2018

#সিরিজ____গোয়েন্দা_আত্মা 
#অচেনা_লাশ
#আল_মামুন
#রহস্য_গল্প 

#গল্পের_রিভিউ 🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️

কয়েক সেকেন্ড আগে চারিদিকে ফজরের আজান দেওয়া শুরু হয়েছে,
পৃথিবী প্রায় ঘুমে আচ্ছন্ন, হাতে গোনা কয়েকজনের গলার স্বর শুনা যাচ্ছে l নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে  বাড়ি থেকে বের হতে কেবল মাত্র শুরু করেছে গুটি কয়েকজন মানুষ l

"" কে কোথায় আছো ছুটে আসো ""

নিশ্চুপ রাত হঠাৎ জেগে উঠে, সবাই ছুটে আসে কন্ঠস্বর অনুসরন করে l

অলস সকাল ব্যস্তপূর্ন হয়ে পড়ে l

লক্ষ মানুষের ভিড় জমেছে মল্লিকা বাঁধে l
সবার সামনে একটি মুন্ডুহীন লাশ, এটা দেখতে লক্ষ মানুষের সমাগম l

ইন্সপেক্টর হারিস ও তার টিম লাশ নিয়ে গবেষণা শুরু করেছে l
 সবার প্রশ্ন, কে এটা, লাশটি কার. কে মারলো একে, ইন্সপেক্টর হারিস ও বুঝতে পারছে না কি বলবে l

লাশ মর্গে প্রেরণ করা হয়েছে,
ইন্সপেক্টর হারিস তার টিমের সাথে আলোচনা করছে কি করে লাশের পরিচয় বের করা যায়, কিন্তু সবাই ব্যার্থ হল সঠিক পরামর্শ দিতে l

ইন্সপেক্টর হারিস  অনেক চিন্তিত, কি করে লাশের পরিচয় বের করতে পারবে সে,
নিজেকে প্রশ্ন করে অনেক কঠিন কাজ এটা, তবে কি
জর্জ কার্লোস কে ঘটনা বলবে, সাহায্য নিবে তার কাছে l
ইন্সপেক্টর হারিস নিজের চোখ বন্ধ করে জর্জ কার্লোস কে স্মরণ করে,

অনুসন্ধানের গন্ধ পেয়ে,, গোয়েন্দা "জর্জ কার্লোস" ও তার সহকারী "নিতেন রিভার" ইন্সপেক্টর হারিসের কাছে উপস্থিত হয় l

ইন্সপেক্টর হারিস , জর্জ কার্লোস কে পুরো ঘটনা খুলে বলে,

জর্জ কার্লোস তার সহকারীর দিকে তাকিয়ে বলে ওঠে,
চল গোয়েন্দা গিরি শুরু করা যাক !

প্রিয় পাঠক "জর্জ কার্লোস" ও তার সহকারী "নিতেন রিভার" কি করে মুন্ডুহীন লাশের পরিচয় বের করবে, এটা জানতে হলে নিশ্চয় #গোয়েন্দা_সিরিজের প্রথম গল্প
#অচেনা_লাশ পড়ুন l

প্রথম পর্ব খুব খুব তাড়াতাড়ি আসছে

ধন্যবাদ l

Wednesday, October 17, 2018

****#হাসপাতালে_একদিন ****
         #লেখা_আল_মামুন 

স্বজন হারা কান্না ধারা বইছে আনার্গল,
হু হু হায় হায়  শব্দ ভরা হাসপাতাল ভুবন l
কান্না কারো উচ্চ সুরে কারো নিম্ন সুরে,
কান্না মলিন লক্ষ রোগী হাসপাতালের ফ্লোরে l

মানুষ মানুষ গন্ধ পুরো , ভারী চারি পাশ
আসছে কেহ,যাচ্ছে কেহ, হচ্ছে কেহ লাশ l
লক্ষ রোগী লক্ষ রোগের নিচ্ছে সবাই সেবা,
নিজের লোকের খবর ছাড়া, নিচ্ছে খবর কেবা l

মাথার উপর লাল টুপুরে সাদা রঙের গাড়ি,
এলাম তাহাই হাসপাতালে,
ফিরছি তাহাই বাড়ি l

(***#শব্দহীন***)

Thursday, September 6, 2018

কবিতা


                 ****#মিথ্যা****
              #লেখা_আল_মামুন
প্রশ্ন করি তুমি ধারায় আসলে কেনো ভাই,
তোমার জন্য হাজার মানুষ পাচ্ছে না যে ঠাঁই l
তোমার শক্তি প্রকাশ করে কেউ বা কোটিপতি,
তোমার জন্য কেউ বা হারায় নিজের পরিপাটি l
চুপ করে আর থাকবে কত, উত্তর চাইছি আজ ,
সত্যি বলো মানবো মোরা, মানতে নয়তো লাজl
তোমায় বলে উকিল গুলো করছে রাজত্ব,
তোমার জন্য নিরপরাধ মানুষটি জেলে, হয়েছে নিস্ব।
তোমার বলে ফেসবুকে আজ অনেক জনগণ,
ছেলে হয়েও মেয়ের রূপে করে আগমন l
ছেলে ছেলে প্রেমিক যুগল এখন অহরহ,
শেষ সময়ে কেউবা হারায় নিজের জীবন সহ l
সকাল হতে সন্ধ্যা অবধি তোমার আনাগোনা,
সবাই তোমায় করছে ব্যবহার, কেউ বাদ দিচ্ছে না l
তোমার শক্তি প্রকাশ করে সবাই মজা পাই ,
তাই তো তোমায় বলতে কেহ লজ্জা নাহি পাই .l
সত্যের চেয়ে মিথ্যে বলা অনেক নাকি সোজা,
তাইতো সবার সত্যকে আজ, মনে করছে বোঝা l
মিথ্যে দিয়ে যদি, অফিস,বাসা,দেশ চালিত হয়,
ভাবো তবে সত্য কথা কই জনি বা কই l
আমরা যদি একটু ভেবে সত্য কথা বলি ভাই ,
মিথ্যে তবে নিপাত হবে সত্যের হবে জয় l
(****শব্দহীন****)

Friday, August 17, 2018

কবিতা

**** #মা_য়া ****
                      #লেখা_আল_মামুন 


যে দিন তোকে আমার পেটে প্রথম করি অনুভব,
জীবন যেনো সার্থক হল, ফিরে পেলাম, জীবন কলরব।
গর্ভ মাঝে তোকে নিয়ে,দশ মাস দশ দিন করলাম শেষ,
জন্ম দিতে হাজার কষ্ট, তবে সুখেই ছিলাম বেশ l
বুকের উপর তোকে রেখে, মাটির বুকে নিজে শুয়ে,
শীত, বর্ষা, কিংবা গরম কালে পাল্টায়  নি কো কিছু,
পাল্টে দিলে অসুখ যদি নেই আবার তোর পিছু l

তোকে আমি খাবার খাইয়ে, নিজে থাকলাম অনাহারে,
হাজার স্বপ্ন দেখতাম তোকে, নিজের বক্ষ তরে নিয়ে l
হাজার কষ্ট, হাজার বেদনায় থাকতাম আমি চুপ,
জীবন আমার তোকে নিয়ে, তোর সুখে মোর সুখ l

সময় নামক টাইম স্রোতে তুই, আজকে অনেক কিছু,
পৃথিবী তোকে সঙ্গ দিতে নিচ্ছে যে তোর পিছু l
আজকে তুই যে অনেক বড়, দেশ জুড়ে তোর নাম,
হাজার নতুন আত্মীয় পেয়ে, দিচ্ছিস না মোর দাম l

ফুলে সাজানো তোর নতুন বাড়ি, কয়েকটি তোর দাসী,
দূর থেকে সব দেখি চেয়ে, আমি যে  বনবাসি l
মনে করে দেখতো বাবা,
জীবন, যৌবন, শক্তি পেলি, আমার ঝড়া ঘামে
তবে কেনো তোর সুখে সময়, গেলাম বৃদ্ধাশ্রমে l

(*** #আত্মা ***)

Thursday, August 2, 2018

একটু ভাবনার প্রকাশ


****অর্থহীন কবিতা *****
লেখা=- আল-মামুন
আমি ৭১ এর কান্না,কষ্ট, দেখিনি আর্তনাদ.,
আজকে দেখলাম. সহপাঠীর জন্য রক্ত ভেজা কাঁধ l
পুলিশ নামক পাওয়ার রোবট,অস্ত্র হাতে নিয়ে,
ছাত্রছাত্রীদের করছে আঘাত,মারছে নির্দ্বিধায়ে।
কি কারণে আন্দোলনের দিচ্ছে তারা ডাক,
কারণ জানতে ৫ দিন মতো পিছনে ফেরা যাক l
সেদিন ছিল ২৯ তারিখ দিনটি বৃহস্পতিবার,
স্কুল ছুটির ফিরবে বাড়ি,সবাই রাস্তার পাশে দাঁড় l
হঠাৎ করে জাবালে নূর বাসটি সেথায় এসে,
চলে গেলো বুঝার আগেই কয়েকজনকে পিষে l
স্বস্থানে,করিম,   দিয়া   নিস্তব্ধ হয়ে যায়,
কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয় l
সেই ঘটনার সুত্র ধরে, আন্দোলনের ডাক,
ইচ্ছে তাদের নিরাপদ হোক বাংলার রাস্তা-ঘাট l
চলতে গিয়ে মরবে কেনো, দেশের জনগণ,
সঠিক নিয়মে চলবে গাড়ি করো এটা পণ l
৯ দফার এক দাবী নিয়ে ছাত্রছাত্রী রাজপথে নামলো ভাই ,
সবার মুখে স্লোগান একটাই নিরাপদ সড়ক চাই l
নানা নেতার নানা ভাষায়, শান্ত করতে করছে চেষ্টা,
আগেও অনেক শান্ত বাণী আমরা শুনেছি l
এবার মোরা শুনবো না আর শপথ নিয়েছি,
ভয় করিনা পুলিশ, লাঠি, কামান, গোলা, বোমা,
রাজপথে নামলাম তবে আর পিছু ফিরবো না l
শুনবো না তো অর্থহীন সব শান্তবাণী আর,
এবার মোরা আদায় করবো ন্যায্য অধিকার l
(***শব্দহীন***)

Wednesday, August 1, 2018

কিছু কোমল মনের মানুষ হতে আহবান

পৃথিবীতে এমন কোনো পুলিশ  নেই যে তারা ছাত্র ছিলেন না ... তারাও নিজের সহপাঠীদের অনেক আপন মনে করতো.... নিজের সহপাঠী কে নিজের পরিবারের সদস্য মনে করতো ...নিজের ভালোবাসার মানুষ মনে করতো ......  আজ কিছু ছাত্রছাত্রী নিজের আপন মানুষের জন্য  আন্দোলন করছে  ...তবে কেনো তাদের উপরে আজ এতো অত্যাচার  করা হচ্ছে ......






কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না=-মাশরাফি

সবুজে ভরপুর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ l সুবহে সাদিক তথা ফজরের আজানের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ নিজেদের কর্মের উদ্দেশ্য...

www.mamunchotonbd.blogspot.com