Thursday, August 2, 2018

একটু ভাবনার প্রকাশ


****অর্থহীন কবিতা *****
লেখা=- আল-মামুন
আমি ৭১ এর কান্না,কষ্ট, দেখিনি আর্তনাদ.,
আজকে দেখলাম. সহপাঠীর জন্য রক্ত ভেজা কাঁধ l
পুলিশ নামক পাওয়ার রোবট,অস্ত্র হাতে নিয়ে,
ছাত্রছাত্রীদের করছে আঘাত,মারছে নির্দ্বিধায়ে।
কি কারণে আন্দোলনের দিচ্ছে তারা ডাক,
কারণ জানতে ৫ দিন মতো পিছনে ফেরা যাক l
সেদিন ছিল ২৯ তারিখ দিনটি বৃহস্পতিবার,
স্কুল ছুটির ফিরবে বাড়ি,সবাই রাস্তার পাশে দাঁড় l
হঠাৎ করে জাবালে নূর বাসটি সেথায় এসে,
চলে গেলো বুঝার আগেই কয়েকজনকে পিষে l
স্বস্থানে,করিম,   দিয়া   নিস্তব্ধ হয়ে যায়,
কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয় l
সেই ঘটনার সুত্র ধরে, আন্দোলনের ডাক,
ইচ্ছে তাদের নিরাপদ হোক বাংলার রাস্তা-ঘাট l
চলতে গিয়ে মরবে কেনো, দেশের জনগণ,
সঠিক নিয়মে চলবে গাড়ি করো এটা পণ l
৯ দফার এক দাবী নিয়ে ছাত্রছাত্রী রাজপথে নামলো ভাই ,
সবার মুখে স্লোগান একটাই নিরাপদ সড়ক চাই l
নানা নেতার নানা ভাষায়, শান্ত করতে করছে চেষ্টা,
আগেও অনেক শান্ত বাণী আমরা শুনেছি l
এবার মোরা শুনবো না আর শপথ নিয়েছি,
ভয় করিনা পুলিশ, লাঠি, কামান, গোলা, বোমা,
রাজপথে নামলাম তবে আর পিছু ফিরবো না l
শুনবো না তো অর্থহীন সব শান্তবাণী আর,
এবার মোরা আদায় করবো ন্যায্য অধিকার l
(***শব্দহীন***)

No comments:

Post a Comment

কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না=-মাশরাফি

সবুজে ভরপুর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ l সুবহে সাদিক তথা ফজরের আজানের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ নিজেদের কর্মের উদ্দেশ্য...

www.mamunchotonbd.blogspot.com